‘আ.লীগের নেতাকর্মীরা বিএনপির কাছে শতভাগ নিরাপদ’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ২৯, ২০২৬
আ.লীগের নেতাকর্মীরা বিএনপির কাছে শতভাগ নিরাপদ বলে আশ্বস্ত করেছেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান। বুধবার বিকেলে সাড়ে ৩টায় উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এ আশ্বাস দেন।
রাশেদ খান বলেন, “আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের অভয় দিচ্ছি, আপনারা আমাদের কাছে শতভাগ নিরাপদ। সাধারণ মেহনতি মানুষের আস্থার নাম তারেক রহমান। তিনি আমাকে মনোনয়ন দিয়েছেন।”
তিনি আরও বলেন, “ধানের শীষ প্রতীক আপনাদের আমানত। আপনারা এই প্রতীককে বিজয়ী করতে রাজি আছেন? আজকে আমাদের বিজয় হয়ে গেছে। এ বিজয় কেউ ইনশাআল্লাহ আটকাতে পারবে না।”
রাশেদ খান বলেন, “বিএনপিকে নিয়ে অতীতে নানা চক্রান্ত হয়েছে, এখনও চক্রান্ত চলছে। ঝিনাইদহ-৪ আসনেও চক্রান্ত করে বিএনপিকে থামানো যাবে না। ঝিনাইদহ-৪ আসন বিএনপির আসন।”
তিনি আরও বলেন, “৫ আগস্টের পর এ আসনের সাধারণ নেতাকর্মীদের ওপর জুলুম করা হয়েছে। কারা জুলুম করেছিল, যারা ভেবেছিল ভোট হয়ে যাওয়ার আগেই এমপি হয়ে গিয়েছি। যারা চেয়ারম্যান-মেম্বার ছিল, তাদের কাছ থেকে লাখ লাখ টাকা চাঁদা নিয়েছে।”
রাশেদ খান বলেন, “ঝিনাইদহ-৪ আসনে কোনো চাঁদাবাজি, দখলবাজি চলবে না। আজ আওয়ামী লীগের চেয়ারম্যানরা কেন বাড়িঘর ছাড়া, একটু খোঁজ নেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে কারা মামলা দিয়েছে, খোঁজ নেন।”
তিনি আরও বলেন, “আমার ঝিনাইদহ সদর উপজেলায় জন্ম। আজ কতিপয় দুর্বৃত্ত আমাকে বলছে বহিরাগত। আমি কি বহিরাগত? জাতীয় পর্যায়ে রাজনীতি করলে যে কোনো জায়গা থেকে নির্বাচন করা যায়।”
নির্বাচনি সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন: কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, তবিবুর রহমান মিনি প্রমুখ।























