আন্ডারগ্রাউন্ড

পর্ব ২

রিফাত বিন সালাম

প্রকাশিত : নভেম্বর ২৩, ২০১৮

পির সাহেব বিষয়ক একটা গল্পের কথা মনে এলো মামুনের। ছাত্র অবস্থায় ট্রেনে ভ্রমণের সময় একটা অদ্ভুত বই পেয়েছিল সে। কোনো এক মাদ্রাসা শিক্ষকের লেখা, উনার নামটা মনে করার চেষ্টা করলো মামুন। কিন্তু মাথায় এলো না। পুলিশের চাকরিতে আসার পর থেকে মাথায় খালি টাকা ঘোরে, সব মেধা শেষ। তবে বইয়ের নাম তার মনে আছে, শয়তানের ডায়েরি।

তো ওই বইয়ে একটা গল্প কিছুটা এমন, একবার শয়তান এক গ্রামে পির সেজে আগমন করে। লোকজন উনার ইসলামিক বয়ান শুনে বিশাল পরহেজগার হয়ে যায়। ঠিক সে সময় শয়তান তার আসল কাজটা করে। শয়তান গ্রামবাসীকে ওয়াজ করে বলে, বেরাদারানে ইসলাম, ও হে মুমিন মুসলমান, আল্লাহ্ পাক আমাদের তকদিক আগেই ঠিক করে রেখেছেন। অতএব কারো ভাগ্যে জান্নাত থাকলে সে যতই যা করুক সে জান্নাতবাসী হবে। একইভাবে যার ভাগ্যে জাহান্নাম লেখা সে জাহান্নামেই যাবে।

ব্যাস, এতেই কাজ হয়ে যায়। কয়েক মাসের মাথায় পুরো গ্রাম চোর-বাটপারে ভরে যায়। শয়তান মুচকি হাসি দেয় সব দেখে। এই দরবেশ বাবাও প্রায় একই চিজ। পুরো দেশটাকে চোর-বাটপারের আখড়া বানিয়ে ছেড়েছে। এই দরবেশ একা নয়, তার মতো হাজার পির আছে এ দেশে। হাজার-হাজার চিজ।

তোফাজ্জলকেও তার পির পির লাগছে। মানে শয়তান পির। এর শুধু  দাড়ি নাই, মুখে পান নাই, গায়ে বড় আলখাল্লা নাই। এটা ডিজিটাল পির। এই পিরেরা আরো ডেঞ্জারাস। পুলিশের চেয়েও ডেঞ্জারাস। এরা এত বড় বাটপার হয় যে, একটা থানাকেও বিক্রি করে দিতে পারে। মামুন সিদ্ধান্ত নিলো তোফাজ্জলকে সিরিয়াসলি নিতে হবে। ওর কাণ্ডকারখানা বোঝা দুস্কর।

মামুন আবারো বলল, ওই তোর বয়স কত?
তোফাজ্জল উত্তর দিলো, এই ৪৫ হবে।
মামুনের একটু অপরাধ বোধ হলো, ডিজিটাল পির হলেও তো তার বয়স কম না। তাকে তুই বলা অন্যায় হচ্ছে। মামুনের পরিবার একটা ভদ্র পরিবার। তার বাবা-মা সব সময় শিখিয়েছে গুরুজনের প্রতি সম্মান দেখাতে। যদিও কত বুড়ো পিটিয়েছে সে, তার হিসেব নাই। কিন্তু তোফাজ্জল একটু আলাদা, তারে এ্যান্টি-হিরো টাইপ লাগছে মামুনের। মানে ভিলেন কিন্তু হিরোর মতো পার্সোনালিটি। ব্যাট ম্যান সিনেমায় জোকার যেমন ভিলেন কিন্তু হিরো।

মামুন এবার শান্ত গলায় প্রশ্ন করলো, আচ্ছা আপনি বলেন তো ঘটনা কি, কেন আপনি মন্ত্রী সাহেবের বাড়ির আশপাশে কয়েকদিন ধরে ঘুরছেন?
তোফাজ্জল উত্তর দিলো, মন্ত্রী সাহেবকে সতর্ক করতে এসেছিলাম স্যার। কিন্তু উনার সাক্ষাৎ পাইনি।
এবার মামুনের চোখ কপালে। সে আবার তুই বলে সম্বোধন করলো, তুই মন্ত্রী সাহেবকে সতর্ক করতে গিয়েছিলি। বলিস কি!

তোফাজ্জল সেই পিরের মতো মুচকি হাসি দিল। মামুন আবার সিগারেট জ্বালালো। মামুনের টেনশন হচ্ছে। এই মালটা পিরের পির। পির সম্রাট!

চলবে