আমার কোনো গডফাদার নেই: তানিশা
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৫, ২০২২
মিজানুর রহমান শামীম পরিচালিত ‘পতন’ ছবিতে প্রথমবারের মতো প্লেব্যাক করলেন কণ্ঠশিল্পী তানিশা। তিনি জানিয়েছেন, তার কোনো গডফাদার নেই।
তানিশা বলেন, “একজন কণ্ঠশিল্পীর জন্য এটি দারুণ এক আনন্দের ঘটনা। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে অডিও ও স্টেজে গান গাইছি। আমার কোনো গডফাদার নেই। কোনো বিশেষ সুবিধাও নিইনি। নিজের চেষ্টাতেই গান দিয়ে প্রতিষ্ঠা করতে চাই গানের ক্যারিয়ার।”
তিনি আরও বলেন, “দারুণ একটি গান গাইলাম। প্লেব্যাক সবসময়ই একজন শিল্পীর জন্য অনন্য সুযোগ।”
কামরুজ্জামান রাব্বি ও তানিশার দ্বৈত গান এটি। গানটির সুর করেছেন টিটন এবং সংগীত আয়োজনে সুজন আনসারী। গানটির শিরোনাম ‘আঠারো হাজার মাখলুকাত’। চলতি সপ্তাহে স্টুডিওতে গানটির রেকর্ডিং শেষ হয়। খুব শিগগিরই গানটির শুটিং হবে।
























