আশিক আকবরের একগুচ্ছ কবিতা

প্রকাশিত : মে ৩১, ২০১৮

পরকীয়া প্রেমের উত্তরাধুনিক যৌথ কবিতা

আশিক
আশিক
কষ্ট পেয়েছ?
মৌ
মৌ
মৌ
কষ্ট পাইনি।

আশ্চর্য!
এই সহজ সরল কবিতাটি বুঝবার তরে
গোয়েন্দা তৎপরতা শুরু হয়ে গেছে।
ব্লগার কোপানো বেলায় ওরা কাঁচকলা প্রজাপতি।

গল্পিকা

পরিচয়পর্বে হাসাহাসি ছিল
সাকুল্যে দু`চার দিনের কথায়
আপনিই বলতাম।
এ ওর ওয়ালে লাইকের বেশি চারণা ছিল না।
চল ছিল এমনিই।
কেউ কারো কাছে
বিশেষ হইনি।
হঠাৎ পরশু দেখি এক চিরকুট,
ভালো থেকো।
এবং আইডিটা ডিঅ্যাকটিভ।
কখন যে আপনিকে তুমি করে ছিল,
সেই ভার্চূয়ালিনী, বুঝতে পারিনি।
আজ বুঝতে পারছি।
বুঝতে পারছি
যাবার বেলার ফুল
সে দিয়েছে,
কিন্তু গাছসুদ্ধ উপড়ে নিয়েছে।
ঘ্রাণ আছে ফুল নেই, গাছ নেই।

একটি উত্তরাধুনিক কবিতা

শুভ জন্মদিন
কমরেড
কার্ল মার্কস।
লাল সালাম।

মাওবাদ নামে আপনি এখন বিকশিত।
পৃথিবীর দেশে দেশে সংগ্রামরত।

ছড়া

দুঃখ লাগে হৃদে
খান আর মজহার
গলায় নিয়েছে তুলে
লীগ আর বিএনপির প্রচার।

একদার এইসব কমিউনিস্টও
চাটে আজ বুর্জোয়ার উচ্ছিষ্ট।

ঝুট

ক্রুশ যীশু মা মেরি জোহান পিতর বেথেলহাম।
জল ছোঁয়া চোখ,
ক্যাথলিক ব্যাপস্টিস্ট অক্সফোর্ড খ্রিস্টান।

শিয়া সুন্নি আদম ইভ মালেকি হাম্বেলি হানাফি শাফি মক্কা মদিনা জেরুজালেম আলি মুহম্মদ মুসলমান।

ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃষ্ণ রাধা গয়া কাশি মন্দির বৃন্দাবন গীতা রামায়ণ বেদপুরাণ।

বোধিদ্রুম বৌদ্ধ গৌতম সিদ্ধি সিদ্ধার্থ

ধ্যান জিকির ধুনা পূজা পাপ পূণ্য অমরতা ঈশ্বর