ইবাদত বন্দেগি করছেন অভিনেত্রী চম্পা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৪, ২০২১

করোনা ভাইরাসের কারণে কোনো শুটিং করছেন না অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। এসময়ে তিনি ইবাদত বন্দেগি করছে বলে জানিয়েছেন।

চম্পা বলেন, “করোনার কারণে এখন আর কাজ করছি না। বাসায় সময় কাটাচ্ছি। ধর্মকর্ম আর ইবাদত-বন্দেগি করছি। বাসার বিভিন্ন কাজ করছি। পরিবারকে সময় দিচ্ছি।”

তিনি আরও বলেন, “করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং মনের মতো গল্পে পেলে আবারও সিনেমায় অভিনয় করবো।”

১৯৮৬ সালে প্রয়াত শিবলী সাদিকের ‘তিন কন্যা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় চম্পার। তবে ১৯৮১ সালে ছোটপর্দায় প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ‘ডুবসাঁতার’ নাটকের মাধ্যমে অভিনয় অঙ্গনে আগেই যাত্রা শুরু হয় তার।

এক সময় নিয়মিত দাপিয়ে বড় পর্দায় অভিনয় করতেন তিনি। উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। চম্পা অভিনীত সর্বশেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পায় ডিসেম্বরে।

সেরা অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চম্পা। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া ‘শেরেবাংলা পদক’ পেয়েছেন এ অভিনেত্রী।