এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য হামাস নেতা হানিয়া তুরস্কে

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : এপ্রিল ২০, ২০২৪

হামাসের নেতা ইসমাইল হানিয়া শুক্রবার সন্ধ্যায় তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনার জন্য তিনি দেশটিতে গেছেন।

শুক্রবার হামাসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, এরদোয়ান ও হানিয়া চলমান গাজা সংঘাত নিয়ে আলোচনা করবেন। গাজার শাসকগোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া। তুরস্ক সফরে তার সঙ্গে রয়েছে হামাসের প্রতিনিধিদল।

ইরানে ইজরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য উত্তেজনা এখন তুঙ্গে। গাজায় নতুন করে ইজরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে।

এরদোয়ান বুধবার জোর দিয়ে বলেছিলেন, তিনি ফিলিস্তিনিদের সংগ্রামকে সমর্থন দিয়ে যাবেন। তিনি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের কণ্ঠস্বর হবেন।