
কলকাতায় তানভীর মোকাম্মেলকে নিয়ে বই
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০২, ২০১৮
চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলকে নিয়ে বই প্রকাশ করেছে কলকাতার প্রতিষ্ঠান বৈ-চিত্র্য। শিরোনাম ‘তানভীর মোকাম্মেল: কিছু কাজকর্ম, কিছু বেঁচে থাকা’। সাক্ষাৎকার ভিত্তিক এ বইটির লেখক শিলাদিত্য সেন। এতে নির্মাতার চলচ্চিত্র জীবনের নানা বিষয় উঠে এসেছে।
কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ ৩১ জানুয়ারি বইটির পৃষ্ঠা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন। বইটির মূল্য রাখা হয়েছে তিনশো ৫০ রুপি।
তানভীর মোকাম্মেল এখন পর্যন্ত ২২টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— নদীর নাম মধুমতী, চিত্রা নদীর পারে, হুলিয়া, অচিন পাখি, লালসালু, লালন, কর্ণফুলীর কান্না, তাজউদ্দীন আহমদ: নিঃসঙ্গ সারথি, ১৯৭১, রাবেয়া ও জীবনঢুলী। নির্মাণাধীণ রয়েছে রূপসা নদীর বাঁকে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার তানভীর মোকাম্মেলকে ২০১৭ সালে একুশে পদকে ভূষিত করে।