খোলামেলা ফটোশুট করে সমালোচিত নুসরাত

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২১

খোলামেলা ফটোশুট করে সমালোচনার শিকার হয়েছেন টলিউড অভিনেত্রী ও ভারতের সংসদ সদস্য নুসরাত জাহান। শুক্রবার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি চারটি ছবি পোস্ট করেন।

ছবিগুলোতে দেখা যায়, শর্ট ড্রেস পরে সোফায় বসে আছেন নুসরাত। তার ডান হাতে মোবাইল, আর বাঁ হাতে সাদা চশমা। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘চিন্তার জন্য খাদ্য: এই জিনিসগুলো নিয়ে কাজ করা থেকে মানুষজন আমায় বিরত রাখতে পারেন না...আমার খুশি।’

নুসরাত জাহান এ ছবিগুলো পোস্ট করতেই শুরু হয় সমালোচনা। নোংরা ভাষায় তাকে আক্রমণ করে অনেকেই। কেউ কেউ সহঅভিনেতা যশের সঙ্গে প্রেম ও নিখিল জৈনের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জনও টেনে আনে। কেউ আবার ফটোশুটের প্রশংসা করে।

এদিকে, শুক্রবার নুসরাতের সংসদীয় আসন বসিরহাটে গিয়ে তাকে আক্রমণ করেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর ২৪ পরগণা যোগেশগঞ্জের এক মহিলাকে ধর্ষণ করে খুনের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন তিনি।

নুসরাতকে আক্রমণ করে তিনি বলেন, ‘নুসরাতের টিকটকে নাচ দেখাতে ভালো লাগে, ওখানেই উনি নেচে যান।’