গত ২৪ ঘন্টায় প্রাণ গেল ২২ জনের, শনাক্ত ১৭৭৩

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ২১, ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরো ২২ জন। এ নিয়ে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪০৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৯ জন ও নারী ৩ জন। এর মধ্যে ৮ জন ঢাকার ভেতরের ও ১৪ জন ঢাকার বাইরের। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৪৭ টি ল্যাবের পরীক্ষায় মোট ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা গেছে।

 

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর মহাখালির স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

 

বুলেটিনে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে মোট ৪৭টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ১৭৪টি নমুনা সংগ্রহ করা হয় এবং আগের নমুনাসহ ১০ হাজার ২৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরো ১ হাজার ৭৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫১১ জনে।

 

গত ২৪ ঘণ্টায় আরো ৩৯৫ জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৬০২ জনে।