গাজীপুরে আজ জেমসের কনসার্ট

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৬, ২০২১

আজ গাজীপুরের রাজবাড়ী মাঠে বিশেষ কনসার্টে অংশ নেবেন জেমস ও তার দল নগরবাউল। কনসার্টটি আয়োজন করেছে গাজীপুর সিটি করপোরেশন।

মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ কনসার্টটির সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ। তিনি জানান, দিনব্যাপী অনুষ্ঠানে বিকেল ৩টায় সাংস্কৃতিক পর্বে জেমস অংশ নেবেন।

জানা গেছে, অনুষ্ঠানে সংগীতশিল্পী সালমাও গান গাইবেন। নগরবাউলের লাইনআপ— ভোকাল ও গিটারে জেমস, ড্রামসে আহসান এলাহি ফান্টি, গিটারে সুলতান রায়হান খান, বেস গিটারে তালুকদার সাব্বির, কিবোর্ডে খোকন চক্রবর্তী এবং ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন।