ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চবির শিক্ষা ও গবেষণা অনুষদে বসন্ত বন্দনা

নাঈমুল হাসান হিমেল

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৯, ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষা ও গবেষণা অনুষদের শিক্ষার্থীদের উদ্যেগে দিনব্যাপী বসন্ত বন্দনা উৎসব অনুষ্ঠিত হয়ে গেলে। ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা অনুষদ কড়ইতলা প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। এটি উদ্বোধন করেন অনুষদের পরিচালক এম এ শাহেন শাহ।

বসন্ত বন্দনায় বাংলার আবহমান সংস্কৃতির ধারার প্রেক্ষিতে গান, নাচ, আবৃত্তি, ও জারিগানের মাধ্যমে শীতের জড়তাকে ঝেড়ে ফলে বৃক্ষ ও পাখিদের চঞ্চলতার সাথে নিজেদের মিশিয়ে দিতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। রঙিন বসন্তকে উৎসবে বরণ করে নিতে ইনস্টিটিউট প্রাঙ্গণে বাসন্তি সাজে সাজুয়া শিক্ষার্থীদের ঢল নামে। বিভিন্ন গান ও আড্ডায় মুখরিত ছিল পুরা উৎসব প্রাঙ্গণ।

ইনস্টিটিটের পরিচালক এম এ শাহেন শাহ ছাড়পত্রকে বলেন, চবি শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চায় নিজেদের বিকশিত করছে। বলা যায়, বাংলার আবহমান সংস্কৃতির তারা প্রতিনিধিত্ব করছে। শিক্ষার্থীদেরকে এধারা অব্যাহত রাখতে তিনি আহ্বান জানান।

ইনস্টিটিটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিমিয়া তাবাসসুম ছাড়পত্রকে বলেন, ফাগুনের এ দিনে প্রকৃতি যেন মানুষের সাথে মিশে গেছে নিমেষেই। নিজেকে নতুন করে চিনে নেয়া ও অন্যকে প্রীতির বন্ধনে বাঁধার এ যেন এক দারুণ উৎসব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইনস্টিটিটের সহযোগী অধ্যাপক ড. আব্দুস ছালাম, সহকারী অধ্যাপক সৌমেন কিশোর নাথ, মো. জাকির হোসেন, প্রভাষক হাসান তৌফিক ইমামসহ তিন শতাধিক শিক্ষার্থী।