
চাঁদ সোহাগীর ডায়েরী
পর্ব ৪১
শ্রেয়া চক্রবর্তীপ্রকাশিত : জানুয়ারি ১০, ২০২০
আমি সেই মেয়ে যাকে তুমি দেবী বলে আলতা পরিয়েছো
আমি সেই মেয়ে যাকে তুমি সতী বলে তুলেছো চিতাকাঠে
আমি সেই যে জন্ম নেয়ার আগেই তুমি অভিশাপ মেনেছো
জন্ম নিলে আগলেছো সে তো পরের হাতে তুলে দেবে বলে
আমি সেই মেয়ে যে তোমার সিন্দুকের গহনার মতো
অথবা আলনার সবচেয়ে আটপৌরে ময়লা শাড়িটা
যার প্রতি সুতোয় দেগে দিয়েছো নির্ধারিত পুরুষের জিভ
আমি সেই মেয়ে যার প্রেমে তুমি কাতর হয়েছো কত রাত
তোমার কাম যার প্রতিঅঙ্গ ছেনে বানিয়েছে ডানাঅলা পরী
আমি সেই যাকে তুমি `মা` বলে ডেকেছো
আমার শরীর থেকে নেমে এসে তুমি কাঁদিয়েছো যাকে
সেও আমি
আমি সেই যাকে তুমি পুজো করেছো
আমি সেই যাকে তুমি ঘৃণা করেছো
আমি সেই যাকে রক্ষা করেছো তুমি
আমি সেই যে মেয়েটি ধর্ষণ হলো গতকাল
আমি সেই যাকে তুমি অশ্লীল বলেছো
আমি সেই যাকে নিয়ে শ্লোগান বেঁধেছো হাহাকারের
শুধু যাকে ভালোবাসার শোধ বাকি থেকে গেছে বহুজন্মের
সেই মেয়ে আমি
আমি সেই মেয়ে যার মুখে অ্যাসিড ঢেলে ফেলে গেছে কেউ
ফুলেশ্বরী নদীর ধারে
তোলা দুধের আঁচলের মতো যার অঙ্গ
আঙুল ঘষে দেখতে হয় রঙ খাঁটি কিনা সেও আমি
দুজনেই সেজে গুজে বসে আছি তবু কলকাতোলা খাটে
দুজনেরই চোখে কাজল ঠোঁটে লিপস্টিক
কত যুগ কেটে গেল
তবু আমি তোমারই অপেক্ষায় আছি
হে সমাজ
এসো
তোমার ওপর চড়ে বসি।