চাঁদ সোহাগীর ডায়েরী

পর্ব ৫১

শ্রেয়া চক্রবর্তী

প্রকাশিত : মার্চ ০৩, ২০২০

এ শহরে কোনও ফুল ফোটে না আর
সব ডাল মরা
কোষে কোষে ছড়িয়ে পড়েছে মৃত্যুর বিধ্বংসী যোজনা
পাতা হলুদ হয়ে ঝরে যেতে দেখি রোজ
পায়ে পায়ে সে খবর রটে
একা একা অলিগলি ঘেঁটে দেখি,
বড় বড় তালা ঝুলে আছে
বেখাপ্পা দরজায়

যানজট বাড়ছে রোজ
হ্যান্ডেলে অপরাজিতার মতো ঝুলে থাকা
শিরা বের করা হাত
টলে যাচ্ছে স্থিতাবস্থা না পেয়ে
এসবের কারণ একটাই,
তুমি আসছো না আর...

বহুদিন আগে একবার
এসেছিল শেষ টেলিফোন

ডিম পাউরুটির দোকানে
মদ ও মাংসের বিপণিতে
দেখি একই ভাবে দোকানদার চেয়ে আছে
আমার মুখের দিকে
কী আশ্চর্য
ওমা
আমার চোখে জল কেন
এই অসময়ে?

আই গিভ আ ফাক ট্যু ইট
আই গিভ আ ফাক ট্যু ইট

নিজেকে ভালোবাসতে হয় কিভাবে
সে আমার জানা আছে
গাছ যেমন পাতার কোষে ধরে রাখে মধু
তেমনি আমার পিটুইটারিতে বিষ
চোখের ভেতর বিন্দু বিন্দু ঘাম
ঘুমের দিকে টানে
আমি নূপুর খুলে রেখেছি সেই কবে
যাতে সিঁড়ি দিয়ে ওঠা ও নামার ক্রমাগত
কোনও প্রমাণ না থাকে...

যাতে আমি যতবার খুশি
নিজেকেই নিতে পারি ডেকে রাতভর
এত পারঙ্গম নিজেকে নিজের সাথে দেখে
আমার তোমার কথাই কেন মনে পড়ে যায়
বলো অকিঞ্চিৎ?

আই গিভ আ ফাক ট্যু ইট
আই গিভ আ ফাক ট্যু ইট

বয়ে গেছে যদি আমাকে আর ভালো না বাসো
আমি নিজেকেই নিজে ভালোবেসে
মহাকাব্য লিখে যাব।