ডার্ক: কে কার সন্তান

পর্ব ১

মারিয়া সালাম

প্রকাশিত : জুলাই ০৮, ২০২০

এইসময়ে নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত সিরিজ, ডার্ক। গতকাল রাতে ডার্কের সিজন থ্রি শেষ করলাম। আর অন্য সবার মতোই একটা ধাঁধাঁর মধ্যে পড়ে গেলাম। নাটকটাই যত বেশি দেখে উপভোগ করার উপাদান রয়েছে তারচেয়ে অনেক বেশি রয়েছে চিন্তার খোরাক আর রহস্য উন্মোচনের আনন্দ। যেহেতু, অনেকক্ষণ ভাবালো নাটকটা, নিজের মতো করে একটা রিভিউ দাঁড় করিয়ে ফেললাম।

এই জার্মান সময়-ভ্রমণ কাহিনীটা পৌরাণিক কাহিনী এবং নস্টালজিয়ায় একটি মাতাল মিশ্রণ। এই নাটকটার মূল প্রেক্ষাপট সেন্ট্রাল জার্মানির একটি ছোট্ট শহর উইন্ডেন। ঘন বনে পরিবেষ্টিত উইন্ডেনের একটা গুহার মধ্যেই যেন লুকিয়ে আছে সব রহস্য। এখানেই রয়েছে একটা স্পেসটাইম ওয়ার্মহোল যা উইন্ডেনের কিছু বাসিন্দা নেভিগেট করতে শিখেছে।

ডার্কের মূল ভিত্তি হ`ল বিভ্রান্তকার পরিবার বৃক্ষ। উইন্ডেন শহরের চারটা পরিবারের প্রায় প্রত্যেকেরই অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মধ্য দিয়ে কোনও না কোনওভাবে নিজেদের সাথে সংযুক্ত।

আমি চারভাগে ডার্কের রিভিউ লিখেছি। প্রথম ভাগেই এই নাটকের চরিত্রগুলোর পারিবারিক বৃক্ষের উপরে একটা ধারণা দিচ্ছি। এতে ঘটনাপ্রবাহ বুঝতে সুবিধা হবে বলে মনে করি।

তিনটা সিজনের অগণিত সময়সীমার সাথে, এই অযৌক্তিক পারিবারিক সম্পর্কের জট বুঝা প্রায় অসম্ভব। তাই, এখানে একটা সাধারণ কাঠামো তৈরি করেছি যাতে শুরুতেই বুঝা যায় কার সাথে কার পারিবারিক সম্পর্ক।

প্রথমেই চার পরিবারের মূল চরিত্রগুলার বিষয়ে লিখি:
কান্নওয়াল্ড পরিবার: মাইকেল, তার পালক মা ইনেস, মাইকেলের স্ত্রী হান্না ও তাদের সন্তান জোনাস।
নিলসেন পরিবার: উলরিখ এবং তার স্ত্রী ক্যাথারিনা। তাদের সন্তান ম্যাগনাস, মার্থা আর মিকেল। উলরিখের বাবা টোন্তে নিলসেন, মা য়ানা আর ভাই মেড। উলরিখের দাদি অ্যাগনেস, যদিও সে টোন্তের জৈবিক মা কিনা সেটা জানা যায় না। টোন্তের বাবার পরিচয় এখানে উহ্য।

টিডেমান পরিবার: রেজিনা এবং তার স্বামী আলেকসান্দার, যার আসল নাম বরিস নিয়াল্ড। তাদের ছেলে বার্তোস্। রেজিনার মা ক্লোডিয়া। ক্লোডিয়ার বাবা-মা হলেন এগন এবং ডরিস টিডেমান। রেজিনার পিতার বিষয়ে জানা যায় না।

ডপলার পরিবার: পিটার ডপলার, শার্লোট ডপলার এবং তাদের সন্তান ফ্রেঞ্চিস্কা এবং এলিজাবেথ। পিটারের বাবা হেলগে ডপলার এবং তাঁর বাবা হলেন বার্নড এবগেমস গ্রেটা ডপলার।

আরো একটি পরিবার রয়েছে, এইচ জি টানহাউসের পরিবার। পেশায় একজন বিজ্ঞানী এইচ জি টানহাউস। ধারণা করা হয়, এইচ জি ওয়েলস এর ফিকশনাল রুপ ইনি। তার পুত্র মেরিক এবং পুত্রবধূ সোনজা।

এবার জেনে নেওয়া যাক, কে কার সন্তান:
মাইকেল কান্নওয়াল্ড: সে ইনেস কান্নওয়াল্ডের পালক পুত্র। আবার তার আসল পরিচয়, সে উলরিখ আর ক্যাথারিনা নিলসেনের পুত্র মিকেল নিলসেন।তার জন্ম দুইহাজার আট সালে। কিন্তু সময়-ভ্রমণ করে সে ২০১৯শে ১১ বছর বয়সে ১৯৮৬তে চলে যায়। সে হান্নাকে বিয়ে করে এবং তাদের সন্তান জোনাস। হান্না একদিকে তার স্ত্রী, অন্যসময়ে তার বাবা উলরিখের প্রেমিকা আবার অন্য পৃথিবীতে উলরিখের স্ত্রী অর্থাৎ তার সৎ মা। আবার, হান্না অতীতে ভ্রমণের সময় সিলজা নামে এক কন্যার জন্ম দেয়। যে মিকেলের বাবার দাদির মা। সে হিসেবে হান্না মিকেলের বাবার দাদির নানি।

ইনেস কান্নওয়াল্ড: পেশায় একজন সেবিকা যে ১৯৮৬তে মিকেলকে হাসপাতালে সেবা দেয় এবং পরবর্তীতে তাকে দত্তক নিয়ে নাম রাখে মাইকেল। ইনেসের জন্ম ১৯৪০ সালে তৎকালিন উনন্ডেন পুলিশ প্রধান ডানিয়েল কান্নওয়ান্ডের ঔরসে।

হান্না কান্নওয়াল্ড: হান্নার জন্ম ১৯৭২ সালে সিবাস্টিন ক্রুগারের ঔরসে। পরবর্তীতে সে মাইকেল কান্নওয়াল্ড ওরফে মিকেল নিলসেনকে বিয়ে করে এবং ২০০২ সালে তারা জন্ম দেয় জোনাসকে। কিন্তু হান্নার সাথে সম্পর্ক হয় উলরিখের যে আবার মিকেলের বাবা। সেই হিসেবে উলরিখ হান্নার শ্বশুর। আবার আরেকটা পৃথিবীতে উলরিখ হান্নার স্বামী এবং তার কন্যা সিলজার পিতা। আবার হান্না অতীতে ১৯৫৪ সালে ইগোন টিডেমানের সাথে সম্পর্ক করে সিলজা নামে এক কন্যার জন্ম দেয় যে উলরিখের দাদি অ্যাগনেসের মা। সে হিসেবে, হান্না উলরিখের দাদির নানি। মানে জোনাসের দাদার( উলরিখ) দাদির নানি।

জোনাস: জোনাস এখানে প্যারাডক্সিকাল চরিত্র যে অতীতে এডাম নামে পরিচিত। সে মাইকেল ও হান্নার পুত্র। কিন্তু মাইকেল আবার উলরিখ আর ক্যাথারিনা নিলসেনের পুত্র মিকেল নিলসেন। সে হিসেবে উলরিখ তার দাদা আর ক্যাথারিনা তার দাদি। তার গার্লফ্রেন্ড মার্থা নিলসেন আবার তার ফুফু। জোনাসের মা হান্না অতীতে ১৯৫৪ সালে ইগোন টিডেমানের সাথে সম্পর্ক করে সিলজা নামে এক কন্যার জন্ম দেয় যে উলরিখের দাদি অ্যাগনেসের মা। সে হিসেবে, হান্না উলরিখের দাদির নানি। মানে জোনাসের দাদার( উলরিখ) দাদির নানি।

উলরিখ নিলসেন: উলরিখ টোন্তে নিলসেন আর য়ানা নিলসেনের পুত্র। সে আবার হান্নার স্বামী মাইকেল ওরফে মিকেলের বাবা এবং জোয়াসের দাদা। টোন্তে আবার অ্যাগনেস নিলসনের ছেলে আর অ্যাগনেস হলো হান্নার এবং ইগোনের মেয়ে সিলজার কন্যা। সে হিসেবে, হান্না উলরিখের দাদির নানি আর ইগোন টিডেমান উলরিখের দাদির নানা। আবার অন্য পৃথিবীতে সে হান্নার গর্ভে সিলজাকে জন্ম দেয়।

ক্যাথারিনা নিলসেন: উলরিখ নিলসেনের স্ত্রী এবং ম্যাগনাস, মার্থা ও মিকেলের মা। সে হেলেন এবং হারমান এলবারসের কন্যা। সে মূল চরিত্র জোনাসের দাদি এবং হান্নার শাশুড়ি।

মার্থা নিলসেন: মার্থা উলরিখ আর ক্যাথারিনার কন্যা। সেও জোনাসের মতো প্যারাডক্সিকাল চরিত্র এবং অতীতে এডামের বিপরীত ইভ। মার্থা আর জোনাসের ভালোবাসার সম্পর্ক এবং তাদের সন্তান এখানে নামহীন। কিন্তু, মার্থা যেহেতু মিকেলের বোন, সে জোনাসের ফুফু। মার্থা আবার জোনাসের মা হান্নার ননদ এবং হান্নার কন্যা সিলজা আবার মার্থার বাবা উলরিখের দাদির মা।

ম্যাগনাস নিলসেন: ম্যাগনাস মার্থার ভাই, তাই তার পরিবারের অরিজিন একই। ম্যাগনাস আবার ফ্রানসিজকা ডপলারের প্রেমিক। ফ্রানসিজকার মা শার্লোট আবার ম্যাগনাসের দাদার নানির ভাই নোয়ার মেয়ে। চলবে