দ্য ফিক্স: শ্বাসরুদ্ধকর একটি থ্রিলার

মো. খালিদ সাইফুল্লাহ ফয়সাল

প্রকাশিত : জুলাই ০৯, ২০১৯

ধরুন, আপনি কোনো এক ভবনের সামনে স্থির দাঁড়িয়ে আগত লোকজনের পথ চলা দেখতে লাগলেন। দেখতে দেখতে আপনার ফেলে আসা সময়গুলোর কথা মনে পড়তে লাগলো, আর সেই সময়, আচমকা, আপনি দেখতে পান যে, এক ভদ্রলোক, পরিপাটি পোষাক পরে একটি পিস্তল হাতে নিয়ে এসে সোজা ঘোড়া চেপে দিল। আপনি কি করবেন?

সোজা হয়ে এক দৌড়ে পালিয়ে হারিয়ে যাবেন লোকজনের ভিড়ে, সাক্ষী হিসেবে আপনাকে আর কখনো পাওয়া যাবে না। কিন্তু এ ঘটনাই যখন আমেরিকার সবচেয়ে শক্তিশালী এবং সুরক্ষিত প্রতিষ্ঠান এফবিআইয়ের সামনে ঘটে, তাহলে? একই সাথে, আপনি যদি আমজনতা না হয়ে, এফবিআইয়ের বিখ্যাত সেই এজেন্ট হন, যে কখনো স্মৃতির অকপটে হারিয়ে যায় না, তখন?

ঘটনার শুরু তখন থেকে শুরু হয়ে গিয়েছিল, যখন কিনা এনএসএ এর সরকারি একজন ঠিকাদার, যার ঝুলিতে আছে বিশাল বিশাল কাজের অভিজ্ঞতা এবং গোপনীয় কাজের বিশ্বস্ততা, হয় সেই খুনি! তখন? ঘটনার বিশালতা আর প্যাঁচিয়ে যেতে থাকে, তখন সেই খুনি হয়ে ওঠে একজন আত্মহত্যাকারী, আর খুন করে বসে অজ্ঞাত পরিচয়ের এক নারীকে, যার পরিচয় খুঁজতে গিয়ে বারবার বিপদের মুখে পড়ে এফবিআই এর বিখ্যাত স্মৃতিপট এজেন্ট অ্যামোস ড্যাকার এবং তার দলের সদস্যরা।

নিহত নারীর পরিচয় সন্ধান করতে গিয়ে পাওয়া যায়, সে ছিল একজন সাধারণ কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষিকা। কিন্তু যখনই তার পরিচয়ের সন্ধানে তার দেয়া ঠিকানায় অ্যামোস ড্যাকার ও তার দলের সদস্য পৌঁছায়, নিহত সেই মহিলার বাড়ির আসবাবপত্র, গাড়ি এবং জৌলুসতা চোখ ধাঁধিয়ে দেয় প্রত্যেককে। পুরো হত্যাকাণ্ডের তদন্ত শুরু করতে না করতেই নাক গলানোর জন্য চলে আসে হার্পার ব্রাউন নামে ডিআইএ (ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি) এর একজন এজেন্ট।

এ হত্যাকাণ্ডের তদন্ত থেকে যেন অ্যামোস সরে দাঁড়ায়, এটি ডিআইএ এর অধীনে তদন্ত হবে, এটি খুব সংবেদনশীল বিষয়... ইত্যাদি কথা বলে, আদেশের সুরে বুঝিয়ে দিতে থাকে এফবিআই এর অ্যামোস ড্যাকার কে!

কিন্তু হয়তো ডিআইএ এর হার্পার ব্রাউন তখনো পর্যন্ত অ্যামোস ড্যাকার কে এবং কি তা চিনতে আর বুঝতে পারেনি! ঘটনা এগিয়ে যেতে থাকে সবরকম দুর্দান্ত উত্তেজনায় এবং অভাবনীয় সমাপ্তির দিকে।

নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়ায় বলবো যে, নতুন করে আবারো থ্রিলার লেখক ডেভিড ব্যালাডেচি ছুঁয়েছেন পাঠকের হৃদয়। “দ্য ফিক্স” বইটি লেখকের তৃতীয় বই, যার মূল চরিত্রে আছে এফবিআই এর দক্ষ এজেন্ট অ্যামোস ড্যাকার।

পূর্ববর্তী দুইটি বই থেকে শুরু হয়েছে অ্যামোস ড্যাকার এর যাত্রা, যা এখনো অব্দি চলে আসছে পাঠকের হৃদয়ে। ‘দ্য ফিক্স’ বইটি লেখকের আরো একটি অসাধারণ সৃষ্টি, যেখানে লেখক বিশ্বাস, লোভ, শঠতা, হুমকিসহ বিভিন্ন ঘটনার সংলাপ ঘটিয়েছে স্নায়ুযুদ্ধের আকারে।

ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে থাকে অ্যামোস ড্যাকারের কাছে, কোনো প্রকার প্রমাণ বা হত্যার কারণ খুঁজতে না পেরে ধীরে ধীরে নিজের অতীত আবারো নাড়া দিতে থাকে তাকে, মাঝে মাঝে। একসময় সবচেয়ে অপ্রত্যাশিত এবং ভয়ঙ্কর পরিণতি বেরিয়ে আসে, যা পুরো বইকে উপযুক্ত সমাপ্ত করে।

বিশ্বাসঘাতকতা, গুপ্তবৃত্তি, শঠতা এবং বুদ্ধিদীপ্ত দৃষ্টি জড়ানো আছে এই উপন্যাসে, থ্রিলার প্রেমীদের এবং স্নায়ুযুদ্ধের রেষারেষিতে আগ্রহী প্রতিটি বইপ্রেমীদের, থ্রিলার প্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছি ডেভিড ব্যালাডেচি’র তৃতীয় বই “দ্য ফিক্স” পড়ার জন্য।

দ্য ফিক্স। লেখক, ডেভিড ব্যালাডেচি। প্রকাশক, Pan Macmillan। পৃষ্ঠা সংখ্যা, ৪৩২।

একুশে বইমেলা ২০১৮