নতুন বছরে সেলিনা আফ্রির ‘বিফর আই ডাই’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০৫, ২০২১
মডেল-অভিনেত্রী সেলিনা আফ্রি নতুন একটি ছবির কাজ শেষ করেছেন। ছবির নাম ‘বিফর আই ডাই’ । বাংলাদেশ, লন্ডনসহ বেশকিছু মনোরম লোকেশনে এ ছবির কাজ শেষ হয়েছে। বাংলাদেশ ও লন্ডনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। এ ছবি পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া।
এ ছবিতে আফ্রির বিপরীতে হিরো হিসেবে কাজ করেছেন বিট্রিশ অভিনেতা ইফতেখার আহমেদ। আফ্রি বলেন, এর আগে `মায়া-দ্য রিভেঞ্জ` ওয়েব ফিল্মের কাজ করলাম। এ কাজটি শেষ করার পরপরই আমি অ্যকশন থ্রিলার ‘বিফর আই ডাই’ ছবির কাজ টানা শেষ করলাম। দারুণ একটি সিনেমা এটি। বাংলাদেশ ও লন্ডনের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।
এদিকে ‘স্টিশন’ নামে নতুন আরেকটি ছবির কাজ শুরু করতে যাচ্ছি। নতুন পরিচালক রাসেলের পরিচালনায় এ সিনেমায় আমার বিপরীতে কাজ করবেন আবু হুরায়রা তানভীর। উল্লেখ্য, ইদ্রিস হায়দার পরিচালিত ‘নীল ফড়িং’ নামের একটি সিনেমা খুব শিগগিরই মুক্তি পাবে সেলিনা আফ্রির। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র।
























