নিজেকে আবেদনময়ী করতে প্রাণ হারালেন মেক্সিকান মডেল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২০
কোমরকে সুদৃশ্য করতে গিয়ে প্রাণ হারালেন মেক্সিকান মডেল জসলিন ক্যানো (২৯)। ৭ ডিসেম্বর মারা যান তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, নিজেকে সুন্দরী ও আবেদনময়ী করার জন্য কোমরের নিচের অংশে অপারেশন করান জসলেন। অপারেশনটি তার জন্য সুফল বয়ে আনেনি। যার দায় মেটাতে হলো প্রাণ বিসর্জন দিয়ে।
২০০৮ সালে মডেল ও ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেন জসলিন ক্যানো। ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি। সুন্দর চেহারায় ঝড় তুলেছিলেন বহু পুরুষের মনে।
আমেরিকার মডেল কিম কার্দেশিয়ানকে নিজের আইডল মনে করতেন তিনি। তারই মতো নিজেকে আকর্ষণীয় করে তুলতে চাইতেন জসলিন। তাই কোমরে অপারেশন করিয়েছিলেন শরীরের নিচের অংশটুকু কার্দেশিয়ানের মতো আবেদনময়ী করতে।
কিন্তু নিজের সেই সৌন্দর্য বর্ধনই কাল হয়ে দাঁড়ালো এই মডেলের জন্য।
























