ফুচকার দোকানে কলসি নিয়ে সানির নাচ ভাইরাল
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০৭, ২০২১
ফুচকার দোকানের সামনে কলসি নিয়ে নাচলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেন সানি। এরপরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।
শুধু কলসি নিয়ে সানির নাচ নয়, বিক্রম ভাটের সঙ্গেও একটি ভিডিও শেয়ার করেন সানি লিওন। জানা গেছে, পরবর্তী সিনেমার শুটিংয়ের জন্যই সানি লিওন ওই ভিডিও শুট করেন। কিন্তু বিক্রমের কোন প্রজেক্টের জন্য সানির এ শুটিং, তা জানা যায়নি।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মুম্বইতে ফিরেছেন সানি লিওন। মুম্বইতে ফেরার সময় সেই ভিডিও শেয়ার করেন সানি। করোনা আবহে হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন সানি লিওন।
স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে মার্কিন মুলুকে উড়ে যান সানি। যা নিয়ে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। মুম্বইতে নিজের জীবনের দ্বিতীয় পর্যায়ের ক্যারিয়ার তৈরি করেও, কঠিন পরিস্থিতিতে সানি কেন মার্কিন মুলুকে উড়ে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।
























