বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২২
বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালক জোয়া আখতারের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমায় তার সঙ্গে থাকছে শ্রী দেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দার।
‘আর্চি কমিকস’ অবলম্বনে তৈরি হচ্ছে জোয়ার আগামী সিনেমা। গত বছর নভেম্বরেই এই সিনেমার কথা তিনি জানিয়েছিলেন। তবে এতে কে বা কারা অভিনয় করছেন, তা নিয়ে মুখ খোলেননি।
অনেকগুলো স্টার-কিড তার সিনেমায় ডেবিউ করছেন, এটা সম্ভবত সারপ্রাইজ দিতে চেয়েছেন জোয়া। এজন্য কাউকে এখনও সিনেমার অভিনেতাদের সম্পর্কে বিশেষ কিছু জানাননি।
অন্যদিকে, সিনেমায় পা না রাখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন সুহানা। অনেকের কাছেই তিনি এখন স্টাইল আইকন।
উল্লেখ্য, ২০১৮ সালে এক ম্যাগাজিনের মাধ্যমে ফ্যাশন জগতে আবির্ভাব ঘটে সুহানার। সেই সঙ্গে মুম্বাইয়ে একাধিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যর কিছু ছবিতেও তিনি অভিনয় করেন।
























