বিশ্বজয়ী হও

পর্ব ২

অমিত কুমার কুণ্ডু

প্রকাশিত : জুন ২৩, ২০২০

যে ছেলেটি মেডিকেল বা বুয়েটের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তার মধ্যে এমন কী আছে, যা তোমার মধ্যে নেই? তারও একটি মাথা, দুইটি হাত, দুইটি পা, তোমারও তাই। তবে কেন তুমি ভাবো, তোমার দ্বারা মেডিকেল বুয়েটে চাঞ্চ পাওয়া সম্ভব নয়? তার ইচ্ছাশক্তি আছে, তাই সে চাঞ্চ পেয়েছে। তোমার ইচ্ছাশক্তি নেই, তাই তুমি চাঞ্চ পাওনি। তুমি নিজের উপর বিশ্বাস রেখে আরেকটিবার চেষ্টা করে দেখ। চাঞ্চ পেলে ভালো। তোমার লক্ষ্য পূরণ হলো। বিফল হলে কী হবে? তুমি কি নিঃশেষ হয়ে যাবে? তোমার মূল্য কি ফুরিয়ে যাবে? সমাজের পাঁচজন কি তোমাকে ছি ছি করবে? আচ্ছা করলই বা, তাতে তোমার কী ক্ষতিটা হবে? সমাজের দশজন তোমার চাঞ্চ পাওয়াতে তোমাকে প্রশংশা করলেই বা কী ঘোড়ার আণ্ডা হবে তোমার?

তুমি যা ছিলে, তুমি তাই থাকবে। ধরো, তোমার নাম ফড়িং বা তুমি প্রজাপতি। আচ্ছা, চাঞ্চ পেলে ফড়িং কি প্রজাপতি হবে? অথবা, চাঞ্চ না পেলে ফড়িং কি প্রজাপতি হবে? বন্ধু, কোনো পরিবর্তনই হবে না। তুমি তুমিই থাকবে। পৃথিবীতে অজস্র মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না নিয়েও জগৎকে অনেক দিয়েছে। আবার অজস্র মানুষ আছে যারা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে পৃথিবীকে অনেক দিয়েছে। এর অর্থ এটাই দাঁড়ায় যে, নিজের জীবনযুদ্ধে জয়ী হবার জন্য শুধুমাত্র একটি পথই খোলা থাকে না। অজস্র পথ তোমার জন্যে অপেক্ষা করছে। তুমি মেডিকেল বা বুয়েটে চাঞ্চ পাওনি বলে তুমি শেষ হয়ে যাওনি। তুমি নতুন কিছু শুরু করো। ইউনিক কিছু করো। একটি বার চেষ্টা করে দেখ, বিফল হলে আরো একবার চেষ্টা করে দেখ, এভাবে একশো বার বিফল হলে আরো একবার চেষ্টা করে দেখ, একবার না একবার তুমি সফল হবেই।

হতে পারে তুমি বিশ্ববিদ্যালয়ে চাঞ্চ পাওনি বলেই তুমি বড় চিত্রশিল্পী হতে পেরেছ, অথবা বড় সঙ্গীত শিল্পী, অথবা বড় অভিনয় শিল্পী, কিংবা বড় সাহিত্যিক, বড় কবি, বড় মিউজিশিয়ানস, বড় ব্যবসায়ী, বড় উপস্থাপক, বড় রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা একজন সম্পন্ন চাষি। এমন হাজারটা পথ খোলা আছে তোমার সম্মুখে। কিছু না হলেও ক্ষতি নেই, তুমি বড় মনের মানুষ তো হতে পারবে। পরোপকারী, পরের দুঃখে কাতর, কিংবা বড় মনের দেশপ্রেমিক একজন নাগরিক তো তুমি হতেই পারো বন্ধু। মানুষ নিজেও জানে না, তার মধ্যে কত অসীম ক্ষমতা লুকিয়ে আছে। কত দিকে বিকশিত হতে পারে তার প্রতিভা। সুতরাং বন্ধু, আমার জীবন যুদ্ধে পরাজিত বন্ধু, আমার ভর্তি যুদ্ধে পরাজিত বন্ধু, আমার চাকরি না পাওয়া বন্ধু, আমার চাকরি হারান বন্ধু, আমার বিবাহিত জীবনের অসুখী বন্ধু, আমার শেষ বয়সে সব হারান সত্তর ঊর্ধ্বো পিতৃব্য বন্ধু, আমার নিঃস্ব বন্ধু, আমার রিক্ত বন্ধু, তোমরা ভেঙে পড়ো না। জীবন শেষ হওয়ার আগে মুহূর্তেও ভেঙে পড়ো না। আলো আসবেই।

আলো তোমার জন্য অপেক্ষা করছে। আলো তোমাকে ছুঁতে চাই। আলো তোমার শরীর নিজেকে বিলিয়ে দিয়ে মহৎ হতে চাই। তুমি বাইরে এসে দেখ। তুমি আকাশের দিকে তাকিয়ে দেখ, তুমি সাগরের দিকে তাকিয়ে দেখ, তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখ, তুমি বৃক্ষের দিকে তাকিয়ে দেখ, তুমি নিজের দিকে তাকিয়ে দেখ। তোমাকে কি শুধু মানুষ বলে মনে হচ্ছে? তুমি ছেলে নও, তুমি মেয়ে নও, তুমি অমৃতের পুত্র। তুমি সাক্ষাৎ ঈশ্বরের অংশ। তুমি ঈশ্বরের শক্তিতে বিকশিত। তুমি সেই পরম পিতার সন্তান। তুমি অসীম ক্ষমতার অধিকারী। তুমি তুচ্ছ রক্ত মাংস নও। তুমি প্রাণ। তুমি এত সামান্য কারণে ভেঙে পড়বে বন্ধু? উঠে দাঁড়াও। সামনে তাকিয়ে দেখ। জগৎকে দেখ। সূর্যকে দেখ। কিছু না দেখতে পারলে নিজেকেই দেখ। দেখ তুমি মহা বিস্ময়, তুমি অসীম-অনন্ত বিশ্বব্রহ্মান্ডের মহা বিস্ময়।

তুমি পারবেই, আমি বলছি তুমি পারবে, তুমিও বিশ্বাস করো তুমি পারবে। তাহলেই পারবে। হতাশা নিয়ে জড়বৎ হয়ে বসে থাকার নাম জীবন নয়। বিশ্বাস রেখে, নিজের উপর বিশ্বাস রেখে, ঈশ্বরে বিশ্বাস রেখে জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নামই তো জীবন। ঘুরে দাঁড়ানোর নামই জীবন। জীবনকে ইতি টেনে, জীবন থেকে পালিয়ে যাবার নাম জীবন নয়। তুমি এ প্লাস পাওনি, তুমি ক্লাসে ফার্স্ট হতে পারো নি, তুমি ভার্সিটিতে চাঞ্চ পাওনি, তুমি ভালো চাকরি পাওনি, এরকম হাজারটা না পাওয়া তোমার থাকতে পারে। তাতে কী হয়েছে? তাতে কী হয়েছে বন্ধু? তুমি মানব জীবন তো পেয়েছ। তুমি এই মানব জীবনকে, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে, পরোপকার দিয়ে, সত্যবাদিতা দিয়ে, মানবতা দিয়ে, মহানুভবতা দিয়ে মহান করে তুলতে পার না? তুমি পার না পরের দুঃখে কাতর হতে, তুমি পার না একজন জীর্ণশীর্ণ ভিক্ষুকের গলা জড়িয়ে ধরে কাঁদতে, তুমি পার না একজন অন্ধ ভিক্ষুকের রাস্তা পার করে দিতে?

যদি তুমি এসবের একটিও পার। তবেই তুমি মানুষ হয়েছ বন্ধু। তোমার কাছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী, বড় বড় সার্টিফিকেটধারী তুচ্ছ। তোমার কাছে অগাধ পাণ্ডিত্যের অধিকারী কিংবা অঢেল সম্পদের অধিকারী তুচ্ছ। তুমি মানুষ হয়েছ বন্ধু। তোমার আর কিচ্ছু হবার প্রয়োজন নেই। তোমার আর কিচ্ছু পাবার প্রয়োজন নেই। যখনই তুমি মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে পারবে, যখন প্রাণীজগতের সকল প্রাণের দুঃখে তোমার হৃদয় কাঁদবে, তখন তুচ্ছ ঐ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, তখন তুচ্ছ ধনসম্পদ, তখন তুচ্ছ খ্যাতি, তখন তুচ্ছ ক্ষমতা। তুমি মানুষ হয়েছ বন্ধু, তোমার আর অন্য কিছুই হবার প্রয়োজন নেই। চলবে