বেশ্যাকন্যা

পর্ব ৫৭

সরদার মেহেদী হাসান

প্রকাশিত : এপ্রিল ২৯, ২০১৮

সিমলার কাছ থেকে ফিরে আসার দু’এক সপ্তাহ পর আবারও গেলাম দৌলতদিয়া ঘাট নিষিদ্ধ পল্লীতে। অনেকটা সময় পার করে দিলাম এদের সাথে। এখন শুটিং শুরুর আগমুহূর্তে এসে পৌঁছেছি। মানুষের জীবনের স্বপ্নের আকারের বিস্তৃতি অপার। কতই না স্বপ্ন দেখি আমরা! ছোট্ট মেয়ে শিশুটি পৃথিবীর ভালো লাগার সুবাতাস নিজ শরীরে ধারণ করার সাথে সাথে স্বপ্ন দ্যাখে রঙিন পৃথিবীর। অতি আধুনিকতায় বেড়ে ওঠা কোনও মেয়েশিশুকে যদি প্রশ্ন করা হয়, বড় হলে কি হতে চাও? অনেক কিছু চাওয়ার মাঝে হয়তো অবলীলায় সে বলবে, নায়িকা হবো।

নিজের বাস্তব জীবনের কাঙ্ক্ষিত পুরুষের নায়িকা। কোনও যাত্রাদল, পালাদল কিংবা নাট্যদলের নায়িকা। কেউবা বিভিন্ন টিভি নাটকের নায়িকা হবে। অনেকেই আবার বিভিন্ন মিউজিক ভিডিওর নায়িকা হবে। অনেকের স্বপ্ন আবার আকাশচুম্বি... সিনেমার নায়িকা হবে। একমাত্র নিরেট ভালোবাসার কাঙ্ক্ষিত নায়কের নায়িকা হবার বাসনা পূরণ ছাড়া সবগুলোতেই যেন পাওয়ার চেয়ে হারানোর সংখ্যাই বেশি। গ্রামের উতি উৎসাহী মেয়েরা শহরে ছুটে আসে নায়িকা হবার আশায়। সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ। সৎ পরিচালকের হাত ধরে অনেকেই হয়েছে নায়িকা, হয়েছেন স্টার, পেয়েছে দর্শকের সম্মান। অন্যদিকে অসৎ পরিচালকের হাত ধরে অনেকেই হয়েছে অশ্লীল ছবির নায়িকা, পেয়েছে যৌনকর্মীর সম্মাননা, হারিয়েছে সামাজিক সম্মান, ঠাঁই নিয়েছে নিষিদ্ধ পল্লীতে।

ঝর্ণাকে আমি সব সময় এড়িয়ে চলার চেষ্টা করি, তার সাথে দেখা হলেই সে প্রিশ্ন ছুড়ে দ্যায়, ভাই, আমারে নায়িকা বানালেন না?
আমি মায়াকে সিলেক্ট করেছি।
আমার শরীর খারাপ?
দেখে তো মনে হচ্ছে না তুমি অসুস্থ।
আরে মিয়া, আমি কইতাছি আমার শরীরে সেক্স নাই?
আমি কি করে বুঝব? আমি তো তোমার সাথে সেক্স করিনি।
তাহলে সেক্স করেন না কেন?
তোমার সাথে আমার সেক্স করে কি লাভ হবে?
তাহলে বুঝবেন ক্যামনে? আমি নায়িকা হতে পারব?
নায়িকা সিলেক্ট করার জন্য কি সেক্স করতে হয় নাকি?
তা না হলে বুঝবেন ক্যামনে? আমি অভিনয় করতে পারব?
অভিনয় করতে হলে কি সেক্স করতে হয়?
আমরা তো সেক্স করেছি, অনেক ছবিতে অভিনয় করেছি।
তুমি অনেক ছবিতে অভিনয় করেছো? তা কি করে সম্ভব? তুমি কোনও ছবির নায়িকা ছিলে?
নায়িকা তো হতে পারি নাই, হলে কি এখানে থাকতাম?
তাহলে তুমি কিসের অভিনয় করেছো?
অনেক সিনেমার গ্রুপ ডান্সে নেচেছি, কার্টপিচে অভিনয় করেছি...
কার্টপিস! কার্টপিসে অভিনয় করেছো? ওইটাকে তুমি অভিনয় ভাবছো?
পরিচালকরা তাই বলে, তারা যেভাবে বলে আমরা সেভাবেই করি।
কি করো? অভিনয় করো নাকি সেক্স করো?
সেক্স করি।
সেক্স করলেই কি অভিনয় করা হয়? তোমাদের যারা এসব করতে বলে তারা কি পরিচালক?
হ্যাঁ তো, পরিচালক।
তারা কখনও পরিচালক হতে পারে না। পরিচালক কখনও নোংরামির আশ্রয় নেয় না। পরিচালক চায় ভালো অভিনয়, সেক্স চায় না। সেক্স করে নীল ছবি তৈরি করা যায়, ভালো ছবি তৈরি করা যায় না। তুমি কিভাবে আসলে ছবিতে?
আমার এলাকার এক বড় ভাই আমাকে ছবি করার জন্য ঢাকাতে নিয়ে আসে। সে ছবিতে নাচের কাজ করতো। তার পরিচিত এক পরিচালকের সাথে সে আমাকে পরিচয় করে দেয়। পরিচালকের সাথে পরিচয়ের পর থেকেই সে এবং পরিচালক মিলে আমার সাথে বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে দৈহিক সম্পর্ক করে। তারা আমাকে ছবির নায়িকা করবে, এই চিন্তায় আমি তাদেরকে বাধা দেইনি। এভাবে দিনের পর দিন গেছে, তারা আমাকে কিছু ছবির নাচের দৃশ্যে অভিনয় করিয়েছে। অনেক সময় কার্টপিচের জন্য অশ্লীল দৃশ্যের শুটিংও করেছি।
এসব করে কি নায়িকা হতে পেরেছো?
নায়িকা হতে পারলাম কোথায়? বেশ্যা হয়ে এখানে পড়ে আছি।
এখানে আসলে কিভাবে?

চলবে