ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকে বং জুন হো

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২১

কোরিয়ান চিত্রনির্মাতা বং জুন হো এবার ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান বিচারক হচ্ছেন। বিবৃতিতে তিনি এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বং জুন হো বলেন, “ভেনিস উৎসবের একটি দীর্ঘ ও বৈচিত্র্যপূর্ণ ইতিহাস আছে। এর নান্দনিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত করায় আমি সম্মানিত। জুরিপ্রধান হিসেবে, এমনকি একজন সিনেমাপ্রেমী হিসেবে এই সম্মান গ্রহণ করতে এবং উৎসবে নির্বাচিত সব অসাধারণ সিনেমার প্রশংসা করতে আমি প্রস্তুত।”

অস্কারের একশো বছরের ইতিহাসে ২০২০ সালে প্রথমবারের মতো বিদেশি ভাষার সিনেমা শাখায় অস্কার জয় করে তার পরিচালিত ‘প্যারাসাইট’। এর আগের বছরই ছবিটি পায় কান চলচ্চিত্র উৎসবের সেরা পুরস্কার ‘পাম দর’।

করোনা মহামারি সত্ত্বেও গত বছর আয়োজিত হয়েছিল ভেনিস চলচ্চিত্র উৎসব। যদিও মূল আয়োজনের পরিসর কমিয়ে আনা হয়েছিল। ৭৮তম আসর বসবে ১ থেকে ১১ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ২০০৩ সালের ‘মেমোরিজ অব মার্ডার’ সিনেমা দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিলেন বং জুন হো। ২০০৬ সালে তার পরিচালিত ‘দ্য হোস্ট’ সিনেমাটি দেখিয়েছে সৃজনশীলতা দিয়েও মোটা অঙ্কের ব্যবসা করা যায়।