মন থেকে যে ঘটনা সরাতে পারছেন না মিলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২১, ২০২১

রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে জ্যামে আটকে থাকা অবস্থায় ছিনতাইয়ের শিকার হন সংগীত শিল্পী মিলা। এ ঘটনা মন থেকে কিছুতেই সরাতে পারছেন না তিনি।

শুক্রবার নিজের অফিসিয়াল ফ্যান পেজে বিষয়টি জানিয়ে মিলা লেখেন, “লাইফ এই প্রথম ছিনতাইকারীর কবলে পড়লাম। বৃহস্পতিবার াতে আর্মি স্টেডিয়ামের সামনে থেমে থাকা জ্যাম! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেল! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।”

মিলা আরও লেখেন, “আমি ঠিক আছি। কব্জি ফুলে গিয়েছে। কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ।”