মিথিলাকে নিয়ে সিকিমে সৃজিত
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জানুয়ারি ০৭, ২০২১
মিথিলাকে নিয়ে সিকিমে বেড়াতে গেলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ভ্রমণের কয়েকটি মুহূর্ত উঠে এসেছে তাদের সোশ্যাল মিডিয়ার পাতায়।
সিকিম ভ্রমণের ছবির কোলাজ ইনস্টাগ্রামে পোস্ট করে মিথিলা লিখেছেন, “বহু প্রতিক্ষীত বিরতি। হ্যাশট্যাগ ফ্যামিলি ভ্যাকেশন।”
সৃজিতের পোস্ট থেকে জানা গেছে, তারা এই মুহূর্তে সিকিমের রংপো শহরে রয়েছেন। সিকিম উড়ে যাওয়া আগে কলকাতা বিমানবন্দরের একটি ছবি পোস্ট করতে দেখা যায় সৃজিতকে।
ক্রিসমাসের আগে মেয়ে আইরাকে নিয়ে দেশে এসিছিলেন মিথিলা। ক্রিসমাস উপলক্ষে বাবা তাহসান খানের কাছে চলে যায় ছোট্ট আইরা। তবে সমস্ত কাজ মিটিয়ে নতুন বছরের আগেই কলকাতায় যান মিথিলা ও আইরা।
মিথিলা ও আইরা কলকাতায় যাওয়ার পর তাদের নিয়ে হ্যাপি নিউ ইয়ারের সেলিব্রেশনে মেতে ওঠেন সৃজিত। বছরের প্রথম দিনে `রশিদ, মুখোপাধ্যায়, খান` বলে নিজেদের ছবি শেয়ার করেন মিথিলা।
রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আমন্ত্রণে মেয়ে আইরাকে নিয়ে রাজশ্রীর বাড়িতে হাজির হন সৃজিত ও মিথিলা। রাজ ও শুভশ্রীর বাড়িতে নিউ ইয়ার সেলিব্রেশনের বেশকিছু ছবিও শেয়ার করেন মিথিলা।
























