রসায়নবিদ পঞ্চানন নিয়োগীর আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : অক্টোবর ০৪, ২০২৫
রসায়নবিদ পঞ্চানন নিয়োগীর আজ জন্মদিন। ১৮৮৩ সালের ৪ অক্টোবর ভারতের হুগলি জেলার হোরা গ্রামে তার জন্ম। পড়াশোনা কলকাতায়। রসায়নশাস্ত্রের অত্যন্ত মেধাবী ছাত্র প্রেমচাঁদ রায়চাঁদ স্কলার ছিলেন।
রসায়নে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর পঞ্চানন ১৯০৪ -৬ খ্রিস্টাব্দে বঙ্গীয় সরকারের গবেষক ছিলেন। তার গবেষণার বিষয় ছিল: রসায়ন বিজ্ঞানে প্রাচীন ভারতে মৌল আকরিক লোহা ও তামার ইতিহাসের ওপর।
১৯০৬ সালে গ্রিফিথ পুরস্কার এবং ১৯১৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি লাভ করেন। ১৯০৭ সালে কর্মজীবন শুরু করেন বাংলাদেশের রাজশাহী কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপনা দিয়ে। এরপর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ (১৯২১ - ২৫) ও প্রেসিডেন্সি কলেজে (১৯২৫-৪২)।
এই দীর্ঘ সময়ের অধ্যাপনার পর তিনি মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজের অধ্যক্ষ হন। ধাতুবিদ্যার গবেষণা ছাড়াও তিনি নাইট্রোজেনের স্টেরিওকেমিস্ট্রি সমন্বিত অজৈব যৌগের আলোক সমাণুতা এবং বিভিন্ন মৌলের রসায়ন বিষয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন।
তার রচিত দুটি প্রকরণগ্রন্থ Iron in Ancient India এবং Copper in Ancient India, কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যথাক্রমে ১৯১৬ ও ১৯১৮ সালে প্রকাশ করে। তার রচিত অন্যান্য গ্রন্থ গুলি হলো: আয়ুর্বেদ ও নব্য রসায়ন, তুফান এবং `বৈজ্ঞানিক-জীবনী।
পঞ্চানন নিয়োগী ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা-সদস্য ছিলেন। তিনি ১৯৩৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স অকাদেমির ফেলো নির্বাচিত হন। ১৯৪৩ সালে তিনি পাটনায় ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের রসায়ন বিভাগের সভাপতি হন।
১৯৫০ সালের ৫ জুন পঞ্চানন নিয়োগী পরলোক গমন করেন।























