রিফাত নবীনের ভালোবাসার চিঠি

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৪, ২০২২

প্রিয় আইরিন
আগামী কাল কলেজ জীবনের শেষ দিনটা কাটালাম। এটা বিশ্বাস করতে পারছি না। এ দিনটি চার বছর আগে আমাকে ফিরিয়ে নিয়ে যায়। দেখি যে, আমার সব স্মৃতিতেই তুমি রয়ে গেছে। আমার মনে আছে, তোমাকে প্রথম বারের মতো আমাদের প্রথম অ্যাসেমব্লিতে দেখেছি। আমি ভেবেছিলাম, তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর মেয়ে। তার পরে আমরা বাড়ি ফিরে
আসার সময় একে অপরকে জানতে শুরু করি। আমি বুঝতে পেরেছিলাম, তোমার সুন্দর মুখের চেয়েও তুমি অনেক সুন্দর।

ধীরে ধীরে আমরা দুজনেই কত কাছে চলে আসলাম, তা ভেবেই পারি না। তখন থেকে অনেকগুলো ডেটিং করেছি। মজা করেছি। কখনও কখনও বিশ্বাস করা শক্ত হয় যে, এই বছরগুলি কত দ্রুত চলে গেল। সুতরাং, আগামীকাল আমাদের বড় বিরহের দিন, এবং এরপর কী রয়েছে জীবনে, কে জানে!

আমি জানতাম, আমরা উভয়ই বিভিন্ন কলেজের দিকে যাত্রা শুরু করব। তবে আমি আশা করি, আমরা এরই মধ্যে বুঝতে পেরেছি, তুমি আমার জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি জানি, তুমি আমার প্রেম এবং আমি নিজেকে ভাগ্যবান মনে করেছিলাম। ভেবেছিলাম, এতদিন আমার সাথেই ছিলে। আমি আশা করেছিলাম, আমরা সব সময় একসাথে থাকবো।

তা তো আর হলো না। তার আগেই তুমি আমাকে একা করে, তোমার বাবার পছন্দের পাত্রের সাথে নিজের জীবনটা সেট করলা। কি ভুল ছিল আমার সেইটাও তো বলে গেলা না। আমার থেকে ভালো একজনকে পেয়েছো, তাই চলে গেলা। তাহলে কি ভালোবাসা মিথ্যা ছিল!

আজ না তোমার কথা খুব মনে পড়ছে, মনে পড়ছে সেই দিনগুলোর কথা। আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। খুব  মনে পড়ছে তোমাকে। ১৪ ফেব্রুয়ারিতে দুজনে আমাদের জেলার বালাসির নদীর পাড়ে গিয়ে কত কথা বলেছিলাম। জানি, আজ মনে পড়েও লাভ নেই। তুমি আমার জীবন থেকে চিরদিনের মতো হারিয়ে গেছ। তারপরেও এই বেহায়া মন তোমাকে মনে রেখেছে।

স্বামী ও সংসার নিয়ে তুমি ভালো আছ, শুনেই আমরো ভালো লাগে। কারণ তোমায় ভালোবেসে ছিলাম সব সময় ভালো রাখার জন্য। খুব মিস করি তোমায় প্রিয়।

ইতি
নাহিদ