শেরেবাংলায় এ আর রহমানের কনসার্ট

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১৩, ২০২২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৯ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গান গাইবেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান।

শনিবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “কনসার্টটি ২৯ তারিখ হবে, এটা চূড়ান্ত হয়েছে। টিকিট বিক্রিসহ বাকি সব তথ্য দ্রুতই জানানো হবে।”

জানা গেছে, মিরপুর স্টেডিয়ামে কনসার্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বাংলাদেশের শীর্ষ কয়েকজন সংগীতশিল্পী পারফরম করবেন।