সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠছে
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২০
সিনেমেকিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পর্দা উঠছে আজ। ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত এবং রুশদা ফিল্মস ও মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের সহযোগিতায় তিন দিনব্যাপী অনলাইন এই উৎসবে বাংলাদেশের সেন্সরপ্রাপ্ত কিছু চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
ভেন্যু সহজপাঠ স্কুল, ৭৮৮, দনিয়া। অনলাইনভিত্তিক এই আয়োজনে ৫৪ দেশের ১৫০টি বিদেশি ও ২৭টি দেশি চলচ্চিত্র মনোনীত হয়েছে। ১১টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হবে।
ফেস্টিভ্যাল চেয়ারম্যান অভিনেতা টুটুল চৌধুরী এ তথ্য জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক মতিন রহমান প্রধান অতিথি থাকবেন।
সমাপনী অনুষ্ঠানে লেখক ও চলচ্চিত্র সমালোচক অনুপম হায়াৎ উপস্থিত থাকবেন।
























