সুন্দরবনে ধারণকৃত ‘ইত্যাদি’ আজ
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ০৪, ২০২২
সুন্দরবনে ধারণকৃত ম্যাগাজিন অনুষ্ঠান আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। বিশেষ এই পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে। এই প্রথম টেলিভিশনের কোনো অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক নৌকায় বসে অনুষ্ঠান উপভোগ করে।
বিষয় বৈচিত্যে ভরপুর ইত্যাদির এই পর্বে রয়েছে বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। সাতক্ষীরা ও সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে রয়েছে তিনটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ইজি বাইকের ভয়াবহ স্কার্ফ দুর্ঘটনা নিয়ে রয়েছে সচেতনতামূলক একটি প্রতিবেদন।
মুক্তাগাছা উপজেলার নিভৃত পল্লীতে বিদেশি তিন নাগরিকের প্রতিষ্ঠিত একটি কৃষি খামারের ওপর রয়েছে ব্যতিক্রমধর্মী একটি প্রতিবেদন। যারা এই খামারে উত্পাদিত ফসল ও গবাদি পশুর মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে গ্রামে অনেক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।
নির্মাতা হানিফ সংকেত বলেন, “আমরা শুধু লোকেশন বৈচিত্যের জন্যই এ ধরনের আয়োজন করছি না, বরং সেই জায়গাটি বিশেষত্ব ও কার্যকারণ নিয়েই ইত্যাদি টিম সেখানে উপস্হিত হয়।”
এবারের ইত্যাদিতে দেশাত্ববোধক একটি গান গেয়েছেন সাতক্ষীরার সন্তান নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমীন। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু। সাতক্ষীরার ‘সুশীলন সাংস্কৃতিক দল’ এর পরিবেশনায় রয়েছে একটি পট গান।
অনুষ্ঠানে দর্শকপর্ব, মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র ইত্যাদি নিয়মিত পর্বসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্হাপনা করেছেন হানিফ সংকেত।
























