সংগৃহিত

সংগৃহিত

স্ত্রী এবং রক্ষিতা

পর্ব ১৮

সরদার মেহেদী হাসান

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৭, ২০১৯

বাদল দরজার পাল্লাতে হাত দিয়ে আস্তে ঠেলা দিতেই খুলে গেল। রিক্তা দরজা বন্ধ না করেই বাথরুমে গোসল করতে ঢুকেছে। বাদল দরজা খুলে ভিতরে ঢুকেই অবাক! একি! রিক্তা পুরু উদোম হয়ে বাথটাবের পানিতে ডুবে রয়েছে। বুকের উপরের ভাগ পানির উপরে, নিচের ভাগ পানির নিচে ডুবে রয়েছে। সে আধো ঘুমে হাত-পা ছুটাছুটি করছে। মুখ থেকে বিড়বিড় শব্দ বেরুচ্ছে। রিক্তা বিড়বিড় করে কিসব বলছে বুঝা যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে খুব গলা ফেটে খারাপ ভাষায় খিস্তি দিচ্ছে। তারা বিড়বিড় কথাগুলো বুঝতে না পাড়লেও খিস্তিখিউর গুলো বেশ বুঝা যাচ্ছে। রিক্তা খিস্তিখিউর গুলো বেশীর ভাগ বাদলকে উদ্যেশ্য করেই দিচ্ছে। দিবে না কেন? আজকে সে এতবেশী মদ খেয়েছে, নিজের উপর নিজের কোন কনট্রোল নেই।

 

বাদল: একি অবস্থা! তুমি ত মরে যাবে! এত মদ খেয়েছো কেন?

রিক্তা: হি হি হি...আমি মদ খেয়েছি? না না, আমি মদ খাইনি

বাদল: মদ খাওনি ত পাগলামী করছো কেন?

রিক্তা: হি হি হি... পাগলামী করছি না ত, আমি গোসল করছি। তুমি গোসল করবে? করলে নাংটা হয়ে চলে আসো...হি হি হি

বাদল: হা হা হা...পাগলে ধরছে?

রিক্তা: মুখে আঙ্গুল চেপে...হুম, না না...মদে ধরচে...হি হি হি...হিচ্চো্ বলে হিসকি ওঠে

বাদল: তুমি বোতলের সব মদ খেয়ে ফেলেছো?

রিক্তা: না...ত, আমি খাইনি, মদের খালি বোতল উপর করে বলে...হি হি হি...খালি করে ফেলছি

বাদল: বোতল খালি করে ফেলছো, তা ত বুঝতেই পারছি। তা কি করে খেলে এত মদ?

রিক্তা: মুখ দিয়ে...হি হি হি ধুর শালা। এর সাথে কথা বললে বাদল মদ না খেয়েই পাগল হয়ে যাবে। এই, ওঠ...ওঠ, ঘরে চলো। বাদল রিক্তাকে ধরে ঘরের মধ্যে নিয়ে যেতে চায়, কিন্তুু কোনভাবেই তা পারছে না। রিক্তা উদোম হয়ে সাম্পুর ফাঁনার সাথে যেভাবে লুটুপুটি খেয়ে পিচ্ছিল হয়ে আছে, তাতে কোন ভাবেই রিক্তাকে ধরে তোলার জোর পাচ্ছে না বাদল। তাপরও অনেক চেষ্টা করে যাচ্ছে।

রিক্তা: হি হি হি...চুতমারানি আমাকে তোলার ছল করে আমার দেহ হাতানোর ধান্দা? খবরদার, আমার শরীর ছুবি না, তোরে আমি লাঠি দিব। সে অনেক কসরত করে বাদলকে লাথি দেওয়ার চেষ্টা করে, কিন্তু তা সফল হচ্ছে না। বাদল কি করবে ভেবে পাচ্ছে না। রিক্তাকে এই অবস্থায় ঘরে নিয়ে যাবে কিভাবে? সে যদি এভাবে এখানে পড়ে থাকে তাহলে হটাৎ করে কোন বড় দুর্ঘনা ঘটে যেতে পারে। বাদল দৌড়ে গিয়ে ঘরের মধ্যে থেকে বিছানার চাদর তুলে নিয়ে আসে। এবার বুঝি কিছু একটা করা সম্ভব। বাদল বিছানার চাদর রিক্তার সমস্ত শরীরের উপর দিয়ে ছড়িয়ে দিয়ে ঝাপটি মেরে চেপে ধরে। রিক্তা ছটফট ছটপট করতে থাকে। বাদল ছাড়ার পাত্র নয়, শক্ত করে চেপে ধরে, পাঁজাকোলা করে নিজের কোলের উপর তুলে নেয়। রিক্তা তার হাত পা ছুড়তে থাকে।

রিক্তা: ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমি তোকে খুন করে ফেলবো। সাথে অশ্লীল খিস্তিখিউর ফ্রি বাদলের জন্য। বাদল নাছোরবান্দা। অনেকটা কষ্টকরে রিক্তাকে ঘরের বিছানায় এনে শুইয়ে দেয়। রিক্তা হাত-পা ছুড়তে থাকে, তার কোন কনট্রোল নেই নিজের উপর। রিক্তার হাত-পা ছোড়াছুড়িতে বিছানার চাদর সরে গিয়ে পুুরু উদোম হয়ে যায় নিজের শরীরটা... এখন কি করবে বাদল?

 

(চলবে)