
মজিবর রহমান খোকা
স্বাধীনতার বইমেলায় মুক্তিযোদ্ধা প্রকাশককে স্টল দিয়েও বাতিল
প্রকাশিত : মার্চ ২৪, ২০২২
মুজিববর্ষ ও স্বাধীনতার রজতজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ২৫-৩১ মার্চ ২০২২ পর্যন্ত স্থানীয় টাউন হলে বইমেলা আয়োজন করেছে। এজন্য বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
প্রকাশনা প্রতিষ্ঠান বিদ্যাপ্রকাশ নির্দিষ্ট তারিখের আগেই আবেদনপত্র জমা দেয় এবং তা গৃহীত হয়। ২০ মার্চ রোববার বিকেলে সমিতি অফিসে ৫৯টি প্রতিষ্ঠানের মধ্য থেকে লটারির মাধ্যমে ২১টি স্টল বরাদ্দ দেওয়া হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
১৩ নাম্বার সিরিয়ালে বিদ্যাপ্রকাশের নামটি দেখা যায়। বিজ্ঞপ্তির প্রথমে অংশে সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার সরকার এবং নিচের অংশে সমিতির মেলা পরিচালক এ.কে.এম তারিকুল ইসলামের স্বাক্ষরযুক্ত আছে।
২৩ মার্চ বুধবার সকালে হঠাৎ আগের লটারি বাতিল করে পুনরায় লটারি করা হয় এবং বিজ্ঞপ্তি প্রচার করা হয়। সেখানে বিদ্যাপ্রকাশের নামটি আর দেখা যায় না। এই বিজ্ঞপ্তিতে কেবল সিটি কর্পোরেশনের সচিবের স্বাক্ষর দেখা যায়।
সমিতির মেলা পরিচালকের সাথে বিদ্যাপ্রকাশের ব্যবস্থাপক এ ব্যাপারে কথা বললে, তিনি জানান, ‘আমার করার কিছু নাই।’
কী অদ্ভুত ব্যাপার! একজন মুক্তিযোদ্ধা প্রকাশকের স্টলকে অনৈতিকভাবে বাদ দিয়ে তারা ‘স্বাধীনতা বইমেলা’য় অংশগ্রহণ করতে গৌরবে ময়মনসিংহ যাচ্ছে!
আহা, ওরা স্বাধীনতার যুদ্ধ দেখেনি! কিন্তু স্বাধীনতার আস্বাদনটুকু পুরোমাত্রায় লুফে নিচ্ছে। জয় বাংলা।
বিদ্যাপ্রকাশের কর্ণধর মজিবর রহমান খোকার ফেসবুক ওয়াল থেকে নেয়া