হীরক রানার ‘ইডিয়টের আত্মকথা’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০২, ২০১৮

সমাজের সুশীল ও জ্ঞানী মানুষের কথা তো সবাই গুরুত্ব দিয়ে শোনে। সেই কথা বইতেও শোভা পায়। কিন্তু এই সমাজে যাদেরকে গাধা বা ইডিয়ট মনে করা হয় বা করে রাখা হয়, তাদেরও কিছু কথা থাকে, যা তারা বলতে চেয়েও পারে না। তারাও তো সমাজ, রাজনীতি, অসঙ্গতি, যাপিত জীবন সম্পর্কের টানাপোড়েন নিয়ে ভাবে। তেমনই একজনের ভাবনার ছবি পাওয়া যাবে হীরক রানার লেখা ‘ইডিয়টের আত্মকথা’য়।

চারপাশের ঘটনাপ্রবাহ কখনও গল্পে, কখনওবা গদ্যে প্রকাশ করা হয়েছে। বইটি প্রকাশ করেছে "আদী প্রকাশনী"।

বইটার ‘শুভেচ্ছা-কথা’য় সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন, হীরক রানার লেখাগুলো গল্পের মতো। একটানা পড়া যায়। লেখকের নিজস্ব একটা স্টাইল আছে, যা মৌলিক ও নতুন। তার সব লেখার ভেতরেই গল্প পাওয়া যাবে, যদিও ‘ইডিয়টের আত্মকথা’ গল্পের বই নয়। এ বইতে গভীর কথা আছে, কিন্তু বলা হয়েছে হাল্কাভাবে, যে কাজটা মোটেই সহজ নয়।

তিনি আরও লিখেছেন, অনেক কথা বলেছে সে, অল্পকথায় এবং কথা না-বাড়িয়ে। বইটি পড়লে আনন্দ পাওয়া যাবে, যেমন আমি পেয়েছি। এবং ভাবতেও হবে, যেমন আমাকে ভাবতে হয়েছে। লেখককে আমার অভিনন্দন।
 

একুশে বইমেলা ২০১৮