মৌসুমীর বাবা ছিলেন ওমর সানীর ফ্যাশন আইকন

প্রকাশিত : মার্চ ১৬, ২০১৮

নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় নায়ক ওমর সানী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন আউটলেটেও সময় দিয়েছেন একটা সময়। বসুন্ধরা সিটিতে নিজের ব্যবসা প্রতিষ্ঠানও ছিল। তবে পাঠকরা কি জানেন তার ফ্যাশন আইকন কে ছিলেন?

এ বিষয়ে ওমর সানী জানান, শ্বশুর নাজমুজ্জামান মনিকে তিনি ফ্যাশন আইকন হিসেবে মানেন। তার মৃত্যুবার্ষিকী চলে গেল। এ দিনে ফেসবুক বুক পোস্টে ‘ফ্যাশন সচেতনতা’র বিষয়টি তুলে ধরেন ওমর সানী।

দুটি ছবি শেয়ার করে ‘প্রথম প্রেম’ নায়ক লেখেন, তিনি আমার স্ত্রীর প্রিয় বাবা, আমার শ্বশুর। সেসব বাদেও তিনি আমার আপন হয়ে উঠেছিলেন, বন্ধু হয়ে আমাকে কাছে টেনে নিয়েছিলেন। তার ফ্যাশন সচেতনতায় আমি অবাক হতাম। তিনি আমার কাছে ফ্যাশন আইকনও বটে।

ওমর সানী আরো লেখেন, অসম্ভব ভালো মানুষ ছিলেন আমার শ্বশুর। তার নাম নাজমুজ্জামান মনি, সাতক্ষীরায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। আমাদের সবাইকে কাঁদিয়ে ২০০৫ সালের ১৬ মার্চ তিনি পৃথিবী ত্যাগ করেন। আমি মহান রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত ও তাকে জান্নাতুল ফেরদৌস নসিবের আর্জি জানাচ্ছি।

এদিকে কিছুদিন আগে শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন ওমর সানী। চিকিৎসকের পরামর্শে বর্তমানে বাসায় বিশ্রামে আছেন তিনি।