‘আমাকে ধাক্কা দিয়েছে, আমার অনুসারীরা তো বসে থাকবে না’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ২৪, ২০২৫

আমাকে ধাক্কা দিয়েছে, আমার অনুসারীরা তো বসে থাকবে না বলে জানিয়েনে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। আজ রোববার দুপুরে শুনানি থেকে বেরিয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রুমিন ফারহানা বলেন, “এনসিপির ওই নেতা তেমন পরিচিত মুখ নন। আমাকে ধাক্কা দেওয়ায় আমার অনুসারীরাও ওই নেতাকে ধাক্কা দিয়েছে।”

তিনি আরও বলেন, “মুশকিল হচ্ছে উনি (আতাউল্লাহ) যেহেতু খুব পরিচিত কোনো মুখ নন; উনি এনসিপি থেকে এসেছেন, না জামায়াত থেকে গেছেন, আমি জানি না।”

রুমিন ফারহানা বলেন, “তবে উনি প্রথমে আমাকে ধাক্কা দিয়েছেন। পাঞ্জাবি পরা একজন ধাক্কা দিয়েছেন। তারপরে আমার লোক তো বসে থাকবে না। আমি তো একজন মহিলা এবং পরে যখন আমার লোকজনকে মারধর করেছে, আমার লোকজন জবাব দিয়েছে, সিম্পল।”