আশিক আকবরের প্রেমের কবিতা

প্রকাশিত : অক্টোবর ৩১, ২০১৯

প্রেমের কবিতা

 

আমার কথা মনে করে বসে থেকো না
আমি কখনো আসবো না
আমার কথা মনে হলে
সেই সব চেনা পরিচিত রাস্তা ধরে একা একা হেঁটো
কোনো সবুজ সুউচ্চ গাছ দেখতে দেখতে দেখবে
হঠাৎ মনে পড়ে যাবে
কী সব বলে ছিলাম হাসতে হাসতে
গাছের আধমরা হলুদ পাতা ঝরতে দেখে
আর ওই সুদূরের পাখির ঝাঁকে মিশে যাওয়া নৈঃশব্দ্যে
লাগিয়ে ছিলাম কোনও দার্শনিকতার চারাগাছ

আমরা আমাদের কাছে নেই
পথের পাশের চায়ের দোকানগুলো রয়ে গেছে
রয়ে গেছে কোনো কোনো চেনা পরিচিত মামাদের মুখ

আমাদের কথা মনে হওয়া দিনে
চেনা মামাদের দোকানে বসো না
ওই দিন করো না পান
চিনি বেশি দুধ বেশি চা
দূরের কোনো পশ এরিয়ার কফি শপে যেও
কিনো একটা কালো সিগারেট
কফিতে চুমুক দিতে দিতে
টাস্ করে প্রজাপতি ম্যাচবাতি জ্বেলে
আগুন ধরিও ওতে
যেমন কখনো বা মন সুখে
আনমনে
ধরিয়ে দিতে আমাকে
আর ওকে রেখে দিও পরম যত্নে অ্যাশট্রের ভাঁজে
এবং এবং দ্যাখো নৃত্যরত ধোঁয়ার মধ্যে আমাদের নাই হওয়া

আমাদের কথা মনে হলে
আমি কিন্তু চেনা মামাদের দোকানে বসি
দুই কাপ লাল চা বলি
এক কাপ পান করতে করতে আরেক কাপ রেখে দেই
কেউ যদি আসে
কেউ যদি পৃথিবীর সব কোমলতা চার পাশে ছড়িয়ে
বেঞ্চে বসে
পান করে একটু খানি চিনি বেশি দুধ লাল চা
আর কলকল খলবল করতে করতে বলে
আমি তুমি মরে গেছি
মরে গিয়ে আমাদের হয়েছি

দুই.
তুমি আমাকে ভুলে গেছো
আমিও তোমাকে ভুলে গেছি
বিষয়টা এমন নয়
আমরা আমাদের দুজনকেই মনে রেখেছি

মনে রাখলেই তো আর এমন নয় যে
আমরা সমুদ্র সৈকতে রাখা
লাল হলুদ ছাতাটার নিচের সাজানো দুইটা চেয়ারে যেয়ে বসতে পারি
গুনতে পারি সমুদ্রের ঢেউ
ধরতে পারি মাছ
কুড়াতে পারি ঝিনুক
গঙ্গাকৈতরের শুভ্র ডানার আন্দোলন দেখে দেখে মনে করতে পারি
প্রথম দেখার পরের দিনগুলি

আহা, পূর্বরাগের বাতাসে উড়া পৃথিবী
যারা ভালোবেসেছিল
যারা ভুলে গিয়েছিল
তাদের ভুলে যেও
মনে রেখো তাদের ও তাদের
যারা ভালোবাসবে
যারা সব কিছু ভুলে যাবার কথা ভুলে যাবে

আগুন নিয়েই আছি বসে

যে দেশে পাখির ডাকে ভোর আসে,
সে দেশে আমার জন্ম।
যেখানে টিনের চালে শিশির পড়ছে টুপটাপ,
সেখানেই আমি থাকি।
আমার সময় আজকাল ইচ্ছে মতো জাগে,
ইচ্ছে মতোই ঘুমায়।
কোনো তাড়া নেই তার, কোনো প্যারা নেই।

এমন জীবনই আমি চেয়েছিলাম।
এমন জীবনই আমি পেয়েছি।

যদি ভুল করে কখনো বা আসো,
এই হেমন্ত-শীতেও জ্বালাতে পারবে আগুন।
এই একটু আগুন ছাড়া কিছুই নেই আমার,
আগুন নিয়েই আছি বসে!

কারো কারো সাথে

কারো কারো সাথে কথা বলতে ইচ্ছে করছে
ইচ্ছে করছে কথা বলতে বলতে নিজেকে ভুলে যেতে

না, না, ফুল ফুল বৃষ্টিতে কলা পাতার মতো কাঁপতে থাকা মেয়েটির কথা বলবো না

তার কথাও বলবো না
স্কুল মাঠ আর লাল জবাফুল
যার সাথে এখনো হঠাৎ হঠাৎ মুচকি হাসে

তার কথা বলবোই না হে,
যে কি না চিরকাল মহিলা ব্যাঙের মতোই বোবা
লেজঝুলা কাকাতুয়ার মতন ঝগড়া প্রবণ
ভালোবাসার চড়ুইগুলার কিচকিচে

তবে কি বলবো
বিয়ে মানে তো এক দীর্ঘ মেয়াদী আঁটুনি
পাগড়ি
লাল শাড়ি
নির্বাচিত ভোজ
একটি হাতের মধ্যে আরেকটি হাতের মিশে যাওয়া
এবং এবং কড়িকাঠে তুলে দেয়া সর্বজন বিদিত জোড়া খুন