এমরান কবিরের ৫ কবিতা

প্রকাশিত : আগস্ট ১৮, ২০১৯

জোনাক-সময়

এক.
বহুদিন পর তুমি এলে     তারপর কেটে গেল
একপ্রস্ত জোনাক-সময়
এতদিন পর জানা হলো     তোমার নিকটে ছিল
জীবনের সকল সঞ্চয়
সঞ্চয় জানার পর     যখন একটু অবসর
দেখা গেল সাগরের ঢেউ
ফেনা নয়, ফনা তুলে     জীবনের ভুলগুলো ভুলে
দেখা গেল আর নেই কেউ

সকল না-থাকা জুড়ে     কেবলই পাখি ওড়ে
বলে যায় উড়ন্ত সম্ভার
একটি জীবনে কেন     হাজার জীবনে যেন
দেখা হয় তোমার আমার

দুই.
আঙুলে আঙুলে দেখো দিলাম স্বাক্ষর
চোখে চোখে লেখা হলো আড়াই অক্ষর
আঁধারে আঁধারে শেখা জুয়ার নিলাম
পৃথিবীর সব আলো তোমায় দিলাম

আলো মেখে হয়ে যাও আড়াই অক্ষর
অক্ষরে অক্ষরে হোক আবার স্বাক্ষর

আর তবে কতবার অক্ষরের জুয়া
আঁধারির সাথে হোক পলকের ছোঁয়া
ছোঁয়া নিয়ে কত দূর যাবে তুমি বলো
ঘুরে ফিরে আমাদের ঠিক দেখা হলো

দেখা হলো কথা হলো— হলো না-কো ছোঁয়া
সেই দুঃখে বয়ে যায় মুগ্ধ করতোয়া

তিন.
তার নামে বৃষ্টি নামে খুলে যায় প্রেমের কপাট
তুমুল ঝড়ের মাঝে দেখি তাকে করি লুটপাট

চার.
কিছু নিরিবিলি
চোখ চালাচালি
কিছুটা সঙ্কোচ
তবু কথা বলি

কিছুটা আঁধার
দূরত্ব বাধার
একটু একটু আলো
তবু ছায়া ফেলি

ছায়াটা চলে
একটু কথা বলে
একটু দ্বিধা নিয়ে
মন খুলে ফেলি

মন খুলে দেখি,
সেই চেনা পাখি
পাখির ডানায়
ভালোবাসি লিখি

পাঁচ.
জলের অতলে এক ফুলের জীবনী
ঢেউয়ের মাঝে তার তরুণ সিম্ফনি
কম্পনে বন্ধনে যায় জলের পাহাড়
এই বুঝি নেমে আসে আঙুল তাহার

আঙুলে তাহার দোলে চোখের চাহনি
ইশারা জানায় তবে কখনো আসোনি!
কেন তবে আজ তুমি এসেছো আবার
ভেঙে ভেঙে যায় দেখো জলের পাহাড়

এসো আজ উড়ি তবে জলের পাহাড়ে
সফেদ জলের তরে তোমার গভীরে