ওমর সাঈদের কয়েকটি কবিতা

প্রকাশিত : আগস্ট ২৭, ২০১৯

স্বপ্নদ্রষ্টা একজন রাষ্ট্রীয় গরিব

আমি তোমার গরিব প্রেমিক প্রিয়া, একজন রাষ্ট্রীয় বেকার
এইসব ভ্যালেন্টাই ফ্যালেন্টাইন টেডি ডে রোজ ডে ইত্যাদি ইত্যাদি...
যতসব সস্তা স্যাঁতস্যাঁতে রোমান্টিসিজম আমার পোষায় না।

পুঁজিবাদের ফাঁদে পইরা সেলিব্রেশনের নাম কইরা
রেস্টুরেন্টে ঢুইকা পেটের ক্ষুধা মেটানো যায়।
সিটের পেছন থেইকা প্রেমিক যুগলের ঠোঁট ল্যাহন
করা ছ্যুক্‌ছ্যুক্‌ছ্যুক্‌ শব্দ যহন ভাইসা আসে কানে...
আমি মনের ক্ষুধা ক্যামনে মিটাই? ক্যামনে?
তাছাড়া আমি তো বন্য পশু না যে অইভাবে
এত বোকাচোদার ভিড়ে তোমারে... যাই হোক ছাড়ো।

আমি বরং ভালোবাইসা তোমারে নিয়া বসন্ত উৎসবে
অরূপ রাহীর ‘গেরিলা বসন্ত’ শুনতে যাইতে পারি
‘স্বৈরাচার প্রতিরোধ দিবস’ উপলক্ষে তোমার হাতে
হাত দিয়া আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য
আবারো স্লোগান তুলতে পারি, স্বৈরাচার নিপাত যাক
নজরুলের মতো আইনা দিতে পারি ‘খোঁপায় তারার ফুল,
কর্ণে চাঁদের দুল।’ দমকা বাতাসে তোমার খোঁপার কাঠি খুইলা
চুল উড়াইয়া দিয়া জীবনানন্দের মতো কবিতা আওড়াইতে পারি.
‘চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা।’

অইটুকু আমার ভালোবাসার বহিঃপ্রকাশ
একেবারে নিখাদ... একেবারেই খাস...

তুমি চাইলে এই প্রেম হইতে পারে পৃথিবীর শেষ
ভালোবাসা। এই ভালোবাসায় জন্ম নিতে পারে
প্রেমিক প্রেমিকাদের জন্য সুযোগ্য আবাসভূমি,
আর আমাদের অনাগত শিশুর জন্য নিরাপদ রাষ্ট্র।
আমরা চাইলে সবকিছু সম্ভব, আমাকে বিশ্বাস করো,
আমি তোমার গরিব প্রেমিক প্রিয়া,
স্বপ্নদ্রষ্টা একজন রাষ্ট্রীয় গরিব।
 
ভাবনার জগতে কোন কাঁটাতার নেই

তোমার শহরে শত সহস্র বাদুড়ের ভিরে উড়তে উড়তে একজন কবি হয়ে গ্যাছে নিশাচর। অথচ তুমি চাঁদ দেখো না, জ্যোৎস্না গায়ে মাখো না। দিনের আলোয় লোকচক্ষুর অন্তরালে নিজেকে বিলিয়ে দাও রেস্তোরাঁর মনোরম পরিবেশে, শিসা বারের রঙিন ধোঁয়ায়, কালো গ্লাসে ঘেরা শীতাতপ নিয়ন্ত্রিত মোটরযানে। তোমার উষ্ণ শরীরজুড়ে নেমে আসে ক্লান্ত রাত। শীতল কফির মগে চুমু খেয়ে নিভিয়ে রাখো যৌবনের অতৃপ্ত আগুন। বিলাসী বিছানায় গা এলিয়ে ঢুকে পড়ো মিথ্যে ভ্রমে।

এতকিছু জানা সত্ত্বেও একজন কবি উড়তে উড়তে হয়ে গ্যাছে নিশাচর। শত সহস্র বাদুড়ের ভিড়ে, প্রিয় মানুষী... তোমাদের শহরে।

নৈশভোজ

আজকের নৈশভোজে মানচিত্রের প্লেটে তোমাকে চাই
ভাত ডাল তেলেভাজা শুকনো মরিচ
প্রতিনিয়ত এইসব ভাল্লাগে না।
তাজা রক্তাক্ত লাশ কচকচে নীল নোট,
পারলামেন্টের বিলাসবহুল সিট,
কারচুপির ভোট আমার পোষায় না।
কখনো কখনো ভিন্ন রুচি জাগে...
ভিন্ন স্বাদ চায় জিহবা ঠোঁট চোখ হাত,
হাতের আঙুল।

তোমার আমন্ত্রণ পেলে আমি প্রস্তুত...
সেক্ষেত্রে সংলাপ অপ্রয়োজনীয়,
কোনো তন্ত্র কায়েমের উদ্দেশ্য আমার নেই।
গণভবনে গীত নৃত্য সুরাপান হারাম
আয়োজন হতে পারে কোনো জলসাঘরে
অথবা বজরায়...
এই দাবি হয়তো সংবিধান সম্মত নয়
তবুও…

শুধু গ্লাসভর্তি মিশ্রিত ফলের বিশুদ্ধ নির্যাস, সাথে
মানচিত্রের এই কাঁচা প্লেটে তোমার মস্তিষ্ক হৃদপিণ্ড...
উষ্ণ নরম মাংসবিশেষ রক্তনালী ইত্যাদি ইত্যাদি চাই আজ।