
ইসির শুনানিতে বিএনপির দুই পক্ষের মারামারি
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ২৪, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের পক্ষে-বিপক্ষে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে।
প্রথম দিনের শুনানিতে আজ রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। তাদের সামনে বেলা পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির দুই পক্ষের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়ে।
সিইসির সামনেই এই ঘটনা ঘটে। এসময় নির্বাচন কর্মকর্তারা দুই পক্ষকেই থামানোর চেষ্টা করেন। শুনানিকালে সাংবাদিকদের অডিটোরিয়ামে থাকার অনুমতি দেওয়া হয়নি।